অসৌজন্যমূলক আচরণে প্রধান শিক্ষক বরখাস্ত

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০১৭, ০৬:০৪ পিএম

ঝালকাঠি: জেলার কাঁঠালিয়ায় সহকর্মীদের সাথে অশালীন ভাষায় গালমন্দ, লাঞ্ছিত করা এবং অর্থ আত্মসাতের অভিযোগে পাটিখালঘাটা আইডিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শিক্ষকরা জানান, ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সভায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্য শিক্ষকরা অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন। এসময় প্রধান শিক্ষক মো. খায়রুল আলম ক্ষিপ্ত হয়ে সহকারি শিক্ষক সুমন দেবনাথসহ অন্য শিক্ষকদের অকথ্য ভাষায় গালমন্দ করেন। এক পর্যায়ে হুমকি দেয়। এমনকি শিক্ষক সুমনকে চেয়ারের হাতল দিয়ে মারতেও উদ্যত হন প্রধান শিক্ষক। এ ঘটনায় শিক্ষক সুমন দেবনাথ প্রধান শিক্ষকের বিরুদ্ধে গেল ১ মার্চ কাঁঠালিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হারুন অর রশিদ জানান, সহকর্মী শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ ও তাদের জিম্মি করে বিভিন্নভাবে অর্থ আদায়, বিদ্যালয়ে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক খায়রুল আলমকে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর