কুসিক নির্বাচনে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ০১:০৫ পিএম
ফাইল ছবি

কুমিল্লা: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১২টার পরে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল ভোট স্থগিতের এ নির্দেশ দেন।

বেলা পৌনে ১২টার দিকে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল কেন্দ্র পরিদর্শনে গেলে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ওই কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেন। তার এই অভিযোগের প্রেক্ষিতে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রে ১০-১৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দখলের চেষ্টা করে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী রমিজ উদ্দিন ও তার সমর্থকরা। এসময় উপস্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত কেন্দ্র ত্যাগ করেন। এমন অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার সেল নিক্ষেপ করে পিরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই কেন্দ্রের পাশে পড়ে থাকা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।


সোনালীনিউজ/ঢাকা/আকন