গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, শিশুসহ আহত ৪

  • নড়াইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ০৬:৫৯ পিএম

নড়াইল: জেলার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গায় ঘোড়াদৌঁড়ের মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা মুন্না শেখ (৩৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই শিশুসহ মেলায় আগত চারজন আহত হয়েছে। নিহত মুন্না কালিয়ার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের কাসেম শেখের ছেলে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত মুন্নার এক হাত উড়ে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়ার হাড়িডাঙ্গায় ঘোড়াদৌঁড়ের মেলায় গ্যাসের সাহায্যে বেলুন ফোলানোর সময় হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ ঘটনায় বেলুন বিক্রেতা মুন্না শেখ, নোয়াগ্রামের আয়ুব শেখের ছেলে সাইফুল শেখ (২১), কালিয়া পৌর এলাকার রামনগরের খলিল শেখের ছেলে সোহেল শেখ (২৮), নড়াগাতি থানার কলাবাড়িয়া রওশন (৬) ও লোহাগড়ার মিলন (৯) আহত হন। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে খুলনায় নেয়ার পথে বেলুন বিক্রেতা মুন্না মারা যান। কালিয়া থানার সেকেন্ড অফিসার এসআই শিমুল কুমার দাশ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর