অভিযোগ বিএনপির, প্রত্যাখ্যান আ.লীগের

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ০৭:০২ পিএম

কুমিল্লা: কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নির্বাচন শেষ হয়েছে। চলছে ভোট গণনা। অনিয়মের অভিযোগে নগরীর ২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার ভোট প্রদানের সময় শেষ হওয়ার পর বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কুর সাংবাদিকদের বলেন, কুসিকের ১১টি ভেন্যুর ৩০টি কেন্দ্র আওয়ামী লীগ দখল করে নৌকা প্রতীকে সিল মেরেছে।

নির্বাচন প্রত্যাখ্যান করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, দলীয়ভাবে আলোচনা করে এ বিষয়ে পরে জানানো হবে।

বিএনপি প্রার্থীর অভিযোগের ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেন,বিএনপি প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সোনালীনিউজডটকম/ঢাকা/এমআর