দিনাজপুরে সন্ধান মিলেছে তেলের খনির

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১২, ২০১৭, ০৯:২৯ এএম

দিনাজপুর: জেলার খানসামায় সন্ধান মিলেছে তেলের খনির। আর এ খবর শুনে হাজার হাজার মানুষের ঢল নেমেছে খনিটি দেখতে। খানসামা উপজেলার টংগুয়া গ্রামের বানিয়াপাড়ার হবিবর রহমানের পুকুরের ধারে কথিত এ তেলের সন্ধান পাওয়া যায়।

ওই পুকুর মালিক হবিবর রহমান বলেন, গত ১৫দিন আগে পার্শ্ববর্তী গ্রামের একজন নারী পুকুরে গোসল করতে এসে পুকুরের পূর্বপাড়ে ভেজা কাপড় শুকাতে যায়। এসময় তিনি তেলের গন্ধ অনুভব করেন। পরে চারপাশ খুঁজে ওই স্থান দিয়ে তেল জাতীয় দ্রব্য পড়তে দেখে বিষয়টি তাদেরকে বলেন। এটি শোনার পর হাবিবুর রহমান নিজে তেলের বিষয়টি দেখতে এলে তিনিও ডিজেল জাতীয় তেলের গন্ধ পান।

তিনি আরও বলেন, পুকুরটি ২৫ বছর পূর্বে ৩৩ শতক জমিতে খনন করা হয়। তবে খননকালে কোন প্রকার তেলের আলামত পাননি বলেও জানান।

এ ব্যাপারে খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান জানান, আমি সেখানে পরিদর্শনে গিয়েছিলাম এবং পানি হাতে নিয়ে দেখলাম ডিজেল তেলের গন্ধ পাওয়া যাচ্ছে। পরীক্ষা নিরীক্ষার জন্য আলমত সংগ্রহ করেছি। সংশ্লিষ্টরা এসব বিষয়ে পরীক্ষার পরই বলা যাবে বিষয়টি আসলে কি।


সোনালীনিউজ/ঢাকা/আকন