নির্বাচন পরবর্তী সংহিসতায় দুই নারীসহ আহত ৫

  • রাজবাড়ী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০১৭, ০৪:৩৫ পিএম

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সংহিসতায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজন নারী গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- আছমা বেগম (৩৫) ও বেলেজান বেগম (৭৫)  আহত অন্য তিন ব্যক্তি ইউনুছ মন্ডল (৪০), লিয়াকত আলী (৫০), সিদ্দিক মন্ডল (৫০)। আহতরা সবাই বড়ঘিকমলা গ্রামের বাসিন্দা। তাদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কর্তব্যরত ডাক্তার জানান আহতদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানায়, রোববার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত নারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচনের পর সোমবার (১৭ এপ্রিল) বিজয়ী সদস্য মো. শহিদ মন্ডল এবং পরাজিত প্রার্থী রমজান আলীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে।

 এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি বলে উভয় পক্ষ নিশ্চিত করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর