জেহাদি বইসহ শিবিরের ৯ নেতাকর্মী আটক

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৭, ০৯:৫৫ পিএম
প্রতীকী ছবি

নোয়াখালী: জেলার সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে ইসলামী ছাত্র-শিবিরের উপজেলা দক্ষিণ শাখার সভাপতি তাজুল ইসলাম রাকিবসহ ৯জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধায় উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারের দলীয় কার্যালয় থেকে তাদের আটক করে।

আটক অন্য শিবির নেতাকর্মীরা হলো- মাসুদ আলম  রিয়াজ উদ্দিন, দাউদুল ইসলাম, ইসমাইল হোসেন, সজিব, আকাশ, মোয়াজ্জম হোসেন। এসময় পুলিশ তাদের নিকট থেকে ৬০/৭০টি ইসলামী জেহাদি বই ও উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রফিকুল ইসলাম ও সাইফুল ইসলামের নেতুত্বে বিপুল সংখ্যক পুলিশ শুক্রবার সন্ধায় উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারের দলীয় কার্যালয় গোপনে বৈঠক করার সময় তাদের আটক করে। বাকীদের তাৎক্ষনিকভাবে পরিচয় পাওয়া যায় নি।

আটকের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হারুন অর রশিদ চৌধুরী জানান, জেলার বিভিন্ন স্থান থেকে একসঙ্গে নাশকতার জন্য গোপনে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জিহাদি বইসহ তাদের আটক করা হয়।

সেনবাগ উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল আফসার জানায়, দলীয় কার্যালয়ে শিবির কমীরা বসে আলোচনা করার সময় পুলিশ তাদের আটক করে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম