চট্টগ্রামে দেয়াল চাপায় প্রহরী নিহত

  • নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৫, ২০১৭, ০২:৪৭ পিএম

চট্টগ্রাম: নগরীর বাকলিয়ায় একটি নির্মানাধীন ভবনের দেয়াল চাপায় মো. আকবর (৪০) নামে এক প্রহরী নিহত হয়েছেন। সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বাকলিয়ার জামাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকবর বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের মুন্সি পাড়ার সামসু মিয়ার ছেলে। তিনি ওই নির্মানাধীন ভবনের প্রহরী ছিলেন।

নিহতের বড় ভাই নুরুল ইসলাম জানান, স্থানীয় বিসমিল্লাহ ভবনের পাশের ভবনে প্রহরী হিসেবে কর্মরত ছিলেন নিহত আকবর। সকালে বাসায় ফেরার সময় নির্মাণাধীন ওই ভবনের দেয়াল ধসে তার মৃত্যু হয়। সকালে বৃষ্টির পর সপ্তম তলা থেকে ওই দেয়ালটি ধসে পরে।

স্থানীয়রা জানান, সাততলা নির্মানাধীন ভবনটিতে এর আগে আরও দেয়াল ধসের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, ছয় তলার অনুমোদন নিয়ে সপ্তম তলা করা হচ্ছিল।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক সন্তোষ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, বাকলিয়ার নুর হোসেন চেয়ারম্যান বাড়ির বালুর মাঠ এলাকায় দেয়াল চাপায় গুরুতর আহত হন আকবর। তাকে চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন