মুন্সীগঞ্জে ২৭৫ ড্রাম চিংড়ির রেণু পোনা জব্দ, আটক ২

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৯, ২০১৭, ১১:৩২ এএম

মুন্সীগঞ্জ: জেরার লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় ২৭৫ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা জব্দ ও দুই জনকে আটক করেছে কোষ্টগার্ড।

সোমবার (২৯ মে) মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি যাত্রীবাহি বাস থেকে এসব রেণু পোনা উদ্ধার করা হয়। দুপুর ১২টার দিকে পদ্মায় এসব রেণু পোনা অবমুক্ত করা হবে।  

মাওয়া কোষ্টগার্ডের পেটি অফিসার আব্দুল জলিল জানান, সোমবার গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত আমরা শিমুলিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় চট্রগ্রাম থেকে মংলাগামী সাওদিয়া, বেপারী ও এক্সপি লাইন পরিবহন হতে ২৭৫ ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। সাওদিয়া পরিবহনে যাত্রী না বাসসহ চালক ও হেলপারকে আটক করা হয়। বাকি দুইটি পরিবহনে মালিক না থাকায় কাউকে আটক করা যায়নি।

দুপুর ১২টার দিকে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে রেণু পোনা গুলো পদ্মায় অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

সোনালীনিউজ/এমটিআই