নাটোরের সিংড়া থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০১:৫২ পিএম

নাটোর: জেলার সিংড়া উপজেলার কলম গ্রামের পুন্ডরী এলাকায় একটি সড়কের পাশ থেকে পুলিশ রোববার (২৮ মে) রাতে শাপলা বেগম (৩৫) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে। নিহত শাপলা একই উপজেলার মহিষমারি গ্রামের বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে শাপলাকে হত্যা করার পর ঘাতকরা তার লাশ  সড়কের পাশে ফেলে রেখে গেছে।  

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, গত এক সপ্তাহ আগে শাপলা বেগম বাবার বাড়ি বেড়াতে আসে। এরপর গত শনিবার রাতে হঠাৎ সে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

রোববার রাতের দিকে পুন্ডরী এলাকায় সড়কের পাশে স্থানীয়রা শাপলা বেগমের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর  দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে স্বজনরা গিয়ে শাপলার লাশ শনাক্ত করেন।

সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই