এই মেয়েটিকে এখন কী করবে পুলিশ?

  • সুনামগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০১৭, ০৬:৩২ পিএম

সুনামগঞ্জ: শ্রুতি পাল (১৩) নামে ভারতীয় এক কিশোরীকে নিয়ে বিপাকে পড়েছে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ। শনিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টা থেকে পুলিশের হেফাজতে রয়েছে এই কিশোরী।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি বাজারে শ্রুতি ঘুরাফেরার করছিল। এ সময় সে হিন্দি ভাষায় কথা বলতে থাকায় স্থানীয়দের নজরে পড়ে। ওইদিন রাতে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য করবুল নেছার বাড়িতে মেয়েটিকে থাকার ব্যবস্থা করে দেন।

পুলিশ আরও জানায়, ভাষাগত কারণে কেউ শ্রুতির বিষয়টি সুরাহা করতে পারছেন না। শ্রুতি পুলিশের কাছে নিজেকে ভারতের শিলিগুড়ির গণেশ পাল ও দূর্গা রাণী পাল দম্পতির মেয়ে বলে পরিচয় দিলেও অনেক কিছু জিজ্ঞাসাবাদে এড়িয়ে যাচ্ছে।

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বলেন, ‘অপ্রাপ্ত বয়স্ক এ কিশোরীকে নিয়ে থানা পুলিশ অনেকটা বিপাকে রয়েছে। আপাতত থানায় সাধারণ ডায়েরি করে কিশোরীকে পুলিশী নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ