সড়কে নিহত সুপারভাইজার, আহত ৬ সেনা

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০১৭, ১১:০৮ এএম

টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংর্ঘষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায়আহত হয়েছেন  ৬ সেনা সদস্য। মঙ্গলবার (২০ জুন) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ফলে, ব্যস্ততম সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন জানান, রাতে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পাবনাগামী শ্যামলী পরিবহন নামে একটি বাস মহাসড়কের পাকুল্লা এলাকায় পৌঁছায়। এ সময় মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার লাভলু মিয়া (৩৫) মারা যান। বাসে থাকা ৬ সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। সেনাবাহিনীর নতুন প্রশিক্ষনার্থী সদস্যরা বাসটি রির্জাভ ভাড়া নিয়ে চট্রগ্রাম থেকে পাবনা যাচ্ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই