আটকে পড়া বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ফেরিটি উদ্ধার হয়নি

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১১, ২০১৭, ০১:৩৪ পিএম

মুন্সীগঞ্জ: জেলার লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আটকে পড়া রো রো বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ফেরিটি উদ্ধার হয়নি। এদিকে ২-৩টি স্টাক বোর্ড ডুবচরের লৌহজং টার্নিং পয়েন্টে উদ্ধারে কাজ করছে। শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ উদ্ধারের তথ্য নিশ্চিত করলেও উদ্ধারের পর আবার আটকে যায়।

শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, সোমবার (১০ জুলাই) দুপুরের দিকে রো রো বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ফেরিটি উদ্ধারের পর এটি আবার আটকে যায়। সকাল থেকে ২-৩টি স্টাকবোর্ড ফেরিটি উদ্ধারে কাজ করছে। ফেরিটিতে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স থেকে ৪টি মরদেহ মাদারীপুর নিয়ে যাওয়া হয়েছে। ছোট বড় মিলিয়ে ২১টি যানবাহন ফেরিতে আছে। এছাড়া বিকল্প পথে নৌরুট দিয়ে ফেরিগুলো চলাচল করছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর