সাহসিকতার পুরস্কার পেলেন সেই কনস্টেবল পারভেজ

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০১৭, ০৫:৩২ পিএম

কুমিল্লা: সাহসিকতার পুরস্কার পেলেন দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল মো. পারভেজ মিয়া। তাকে সম্মাননা প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখা।

বুধবার (১২ জুলাই) দাউদকান্দির গৌরীপুর পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও কনস্টেবল পারভেজ মিয়াকে নিসচা’র সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিসচার প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষে পারভেজকে কুমিল্লা উত্তর জেলা নিসচা ১০ হাজার টাকা পুরষ্কার প্রদান করেন। এছাড়া পর্তুগাল প্রবাসী সাইফুল ইসলাম হাসান ৫ হাজার টাকা এবং দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আল-আমিন মিয়াজী ৫ হাজার টাকা পুরষ্কার প্রদান করেন।

নিসচা’র কুমিল্লা উত্তর জেলার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গৌরীপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান আসাদ, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মো. রকিব উদ্দিন, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটারিয়ান মোসা. সেলিনা আক্তার, নিসচা’র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আলমগীর হোসেন, উপদেষ্টা কবি মো. আলী আশরাফ খান, সাংবাদিক মো. ওমর ফারুক মিয়াজী প্রমুখ।

গত ৭ জুলাই গৌরীপুরে দুর্ঘটনা কবলিত একটি বাসের যাত্রীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেন কনস্টেবল পারভেজ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম