আশুগঞ্জে বিদেশী অস্ত্রসহ আটক ২

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৭:২৮ পিএম

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি বিদেশী রিভালভার ও এক রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২৪ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার গোলচত্তর এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় মঙ্গলবার (২৫ জুলাই) সকালে।

আটককৃতরা হলেন- উপজেলার চরচারতলা এলাকার মোঘল মিয়া সরকারের ছেলে তাজুল ইসলাম (৪৭) ও নরসিংদী জেলার মেতিকান্দা এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৪)।

র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, সোমবার রাতে ভৈরব ক্যাম্পের সদস্যরা আশুগঞ্জে অভিযান চালায়। এসময় গোলচত্বর এলাকায় একটি বিদেশী রিভালভার ও এক রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়। আটক তাজুলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এছাড়া তাজুল অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/জেএ