বানভাসি মানুষকে বিজিবির খাবার বিতরণ

  • ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৭, ০৪:৪৪ পিএম

দিনাজপুর: জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় নেয়া বানভাসি মানুষের মাঝে রান্না করা খাবার ও ত্রান বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৪ আগষ্ট) বিকেলে ও মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে উপজেলার এলুয়াড়ী ইউপির জলপাইতলী, শিবপুর, গণিপুর এলাকায় ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এই খাবার বিতরণ করা হয়।

ফুলবাড়ী ২৯ বিজিবি’র কমান্ডার লে. কর্নেল খন্দকার সাইফুল আলম নিজে উপস্থিত থেকে এই ত্রান ও রান্না করা খাবার বিতরন করেন।

২৯ বিজিবি’র কমান্ডার লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, সম্প্রতি টানা বর্ষণের ফলে সৃষ্ঠ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে গত ১৩ আগষ্ট থেকে বিভিন্ন এলাকায় আশ্রয় নেয়া বানভাসি মানুষের মাঝে রান্না করা খাবার ও অনান্য ত্রান বিতরণ করা হচ্ছে।

বানভাসি মানুষ যতদিন পর্যন্ত তাদের নিজ বাড়িতে ফিরে না পারে ততদিন পর্যন্ত এই ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম