‘বিএনপি নেতাকে প্রকাশ্যে তুলে নিলো’ পরে মিলল লাশ

  • মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৭, ০২:১৮ পিএম

পিরোজপুর: জেলার মঠবাড়িয়ায় বিএনপির এক নিখোঁজ নেতাসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই বিএনপি নেতাকে প্রকাশ্যে প্রতিপক্ষের লোকজন তুলে নিয়েছিল বলে অভিযোগ করেছে তার পরিবার।

মঠবাড়িয়া তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের পেছন থেকে বিএনপি নেতা হাবিব তালুকদারের (৫৬) লাশটি সোমবার রাতে উদ্ধার করে পুলিশ।

হাবিব তালুকদার ধানীসাফা ইউনিয়নের উদয়তারা বুড়িচর গ্রামের মৃত আব্দুস ছত্তার তালুকদারের ছেলে। তিনি ধানীসাফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে তুষখালী বাজারে একটি ওষুধের দোকানের সামনে হাবিবুর রহমান তালুকদার বসে ছিলেন। সকাল ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে গতকাল তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরিও করেন।

অপরদিকে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রাম থেকে অজ্ঞাতনামা ( ৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঠুটাখালি গ্রামের বলেশ্বর নদীর তীরবর্তী খালের স্থানীয় জেলে শাজাহান খানের বাধাজালে অজ্ঞাতনামা লাশটি আটকালে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম, তারিকুল ইসলাম জানান, দুটি  লাশেই আঘাতের চিহ্ন রয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন