মানিকগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

  • মানিকগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৭, ০২:২১ পিএম

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। আহতদের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আম্বিয়া খাতুন (৪০) চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। গুরুতর আহত রাকিবকে (২০) মানিকগঞ্জ জেলা হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর ইয়ামিন উদ্দৌলা জানান, আজ সকাল ১০টার দিকে মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী মুন্নু অ্যাটোয়ারের সামনে মাগুরাগামী রয়েল পরিবহনের বাসের সঙ্গে ঢাকাগামী এইচ.আর পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় আহত হয় উভয় বাসের কমপক্ষে ৩০ যাত্রী। আহতদের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত আম্বিয়া খাতুন চিকিৎসাধীন অবস্থায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে মারা যায়। 

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর