চাল মজুদ: ব্যবসায়ীর দণ্ড, গুদাম সিলগালা

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৬:৫২ পিএম

নাটোর: অবৈধভাবে চাল মজুদের অপরাধে জেলার লালপুর উপজেলার চাল ব্যবসায়ী চান্দু মিয়াকে (৫০) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মর্তুজা খান অভিযান চালায়।

এসময় ওই ব্যবসায়ীর ৭টি গুদামে থাকা একশ’ মে. টন (২ হাজার বস্তা) চাল জব্দ করা হয় এবং ওই গুদামগুলো সিলগালা করা হয়। চান্দু মিয়া গোপালপুর পৌর এলাকার আজিমুদ্দিনের পুত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট  মর্তুজা খান ও র‌্যাব-৫ সিপিসি নাটোর-২ এর এএসপি আনোয়ার হোসেন এর নেতৃত্বে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গোপালপুর বাজারের খুচরা চালের দোকান সুমন ট্রেডার্স অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় সুমন ট্রেডার্স এর মালিক চাল ব্যবসায়ী চান্দু মিয়াকে আটক করে তার ৭টি গুদামে থাকা একশত’ মে. টন চাল জব্দ করে এবংণ চান্দু মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম