নোয়াখালীতে পোস্টার ইডি কর্মচারী ইউনিয়নের সমাবেশ

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ০৫:৩৪ পিএম

নোয়াখালী: বিভিন্ন দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পোস্টার ইডি কর্মচারী ইউনিয়নের নোয়াখালী শাখা। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রধান ডাকঘরের সামনে এ কর্মসূচী পালন করা হয়। 

দাবিগুলো হচ্ছে- বেতন ভাতা বৃদ্ধি, ঈদ বোনাস ও নববর্ষ ভাতা ঘোষণা, সব ই-সেন্টারে নাইগার্ড নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডের টাকা দ্বারা কল্যাণ স্ট্রাস্ট গঠন, চাকরি শেষে এককালীন একলাখ টাকা প্রদান ও ইডি কর্মচারীদের চাকরিবিধি প্রণয়ন। 

নোয়াখালী পোষ্টাল ইডি কর্মচারী ইউনিয়ন সভাপতি মো. শাহ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন ইডি শাখা ডাকঘরের বিলি কারক আবদুর রহমান, সিরাজপুর পোষ্ট মাষ্টার মহিব উল্লাহ, কল্যান্দী ডাকঘরের রানার আকবর হোসেন প্রমুখ। 

সভায় বক্তরা অভিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান। অন্যথায় আগামী ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৬ দিন কর্মবিরতি ঘোষণা করেন। এরমধ্যে তাদের দাবি না মানা হলে আগামী ডিসেম্বর মাস থেকে অর্নিদিষ্টভাবে শাখা ডাকঘরগুলো বন্ধ করে কর্মবিরতি পারনের হুমকি দেয়া হয়।

সোনালীনিউজ/জেএ