পিএসসি ছাত্রীর শ্লীলতাহানি করলো শিক্ষক!

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৭, ০৬:৫২ পিএম
প্রতীকী ছবি

নোয়াখালী: জেলার সেনবাগ উপজেলার পিএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে শিক্ষকের বিরুদ্ধে। পরে অভিযুক্ত শিক্ষক মো. ইব্রাহিমকে (২৯) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ নভেম্বর) উপজেরার গাজীরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৫ম শ্রেণির শিক্ষা সমাপনীর (পিএসসি) সমাজ পরীক্ষা চলাকালে গাজীরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক ছাত্রীর শরীরে হাত দিয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বখাটে শিক্ষক মো. ইব্রাহিম। বিষয়টি তাৎক্ষণিক কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের অবহিত করেন ওই ছাত্রী।

এরপর কেন্দ্রের দায়িত্বরতরা বিষয়টি সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি দ্রুত পুলিশ দিয়ে বখাটে ওই শিক্ষকে তারা কার্যালায়ে ডেকে পাঠান।

এরপর উপস্থিত সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমানিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম অভিযুক্ত শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণের জন্য পুলিশের নিকট হস্তান্তর করেন।

অভিযুক্ত শিক্ষক সেনবাগের ৪নং কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

সোনালীনিউজ/এমএইচএম