বিজয় দিবসে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

  • হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৭, ০৪:২৩ পিএম

দিনাজপুর: মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’কে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সীমান্তের ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শূন্য রেখায় হিলি (সিপি) বিজিবি কোম্পানি কমান্ডার আবু নাসের ভারতের হিলি বিএসএফ’র ক্যাম্প কমান্ডার মিথিলেশ ও দলবির সিং এর হাতে এসব মিষ্টির প্যাকেট তুলেদিয়ে শুভেচ্ছা জানান। পক্ষান্তরে ভারতের বিএসএফ ক্যাম্প কমান্ডাররাও বিজিবি সদস্যদের হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। 

হিলি সিপি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু নাসের জানায়, বিজয় দিবসের আনন্দ ভাগা-ভাগি করে নিতে এবং সীমান্তে উভয় বাহিনীর মধ্যে সৌহাদ্য, সম্প্রতি ও ভাতৃত্ব বোধ বজায় রাখতে জয়পুরহাট ২০ বিজিবি’র পক্ষ থেকে ভারতের ১৮৩ ও ১৯৯ বিএসএফ অধিনায়কে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। 

বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস গুলিতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই রিতি দীর্ঘ দিন ধরে চলে আসছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই