ফুলবাড়ী সীমান্তে চার ভারতীয় গরু উদ্ধার

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ০৭:৪৯ পিএম

কুড়িগ্রাম : জেলার ফুলবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দিনের বেলা ভারতীয় ৪টি গরু উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গরু চোরাকারবারীরা বাংলাদেশে প্রবেশ করে ১৫/২০টি গরু হস্তান্তর করলে জায়গীরটারী সীমান্তে আন্তজার্তিক মেইন পিলার নং-৯৩৬-এর সাব পিলার নং-৮ এর পাস দিয়ে বাংলাদেশে নিয়ে আসার সময় শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবি’র সদস্যরা তাদেরকে ধাওয়া করে ৪টি গরু উদ্ধার করে।

এ সময় পালিয়ে যায় চোরাকারবারীরা। উদ্ধারকৃত ৪টি গরুর আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা টাকা।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি শিমুলবাড়ী কম্পানি কমান্ডার সুবেদার নুর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর