বন্য হাতির আক্রমণে দুই যুবকের প্রাণহানি

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৮, ০৫:৩২ পিএম
ফাইল ফটো

কক্সবাজার: জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় বন্য হাতির আক্রমণে দুই যুবকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় বন্যহাতির তাণ্ডবে ১৬টি ঝুপড়ি ঘর লণ্ডভণ্ড হয়ে যায়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়াপাড়া নার্সারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নার্সারি গ্রামের মো. ফজলের ছেলে মো. আলম প্রকাশ চিকন আলী (২৮) ও কুতুপালং অনিবন্ধিত ক্যাম্পের ব্লক ডি-৪ এর বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে ফয়েজ (৩০)।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, হাতির দল সব সময় বনাঞ্চলের পাশের লোকালয়ে হানা দেয়। তাছাড়া বন্যপ্রাণির আবাসস্থলে লাখ লাখ রোহিঙ্গা ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করায় মাঝে মাঝে ওইসব এলাকায় হানা দিচ্ছে হাতির দল।

সোনালীনিউজ/এমএইচএম