বিষাক্ত গ্যাস কেড়ে নিল ওদের প্রাণ

  • ফরিদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ০৭:৫৩ পিএম
ফাইল ফটো

ফরিদপুর: জেলার আলফাডাঙ্গা উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই দুই শ্রমিক।

নিহতরা হলো- আলফাডাঙ্গা উপজেলার ভাটপাড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে শহিদুল (৩৫) ও বোয়ালমারী উপজেলার আখালীপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে আলম (২৫)।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, শুক্রবার আলফাডাঙ্গা উপজেলার চাঁদড়া গ্রামে প্রদ্যুৎ কুমার সাহার বাড়িতে সেফটি ট্যাংকে কাজ করতে যান ওই শ্রমিকরা। প্রথমে ভেতরে এক শ্রমিক নামেন। তার সাড়া না পেয়ে আরেকজন নামেন। পরে ওই দুজনের সাড়া না পেয়ে বাড়ির মালিক ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেন। পরে তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ মারনুশ জানান, এক মাস আগে নির্মিত ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোনালীনিউজ/এমএইচএম