গাজীপুর সিটি নির্বাচন

আচরণবিধি ভঙ্গে চার মেয়র প্রার্থীকে সতর্কবার্তা

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৮, ০১:২৭ পিএম

গাজীপুর : আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের চার মেয়র প্রার্থীকে লিখিতভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তা মো. রকিব উদ্দিন মণ্ডল স্বাক্ষরিত সতর্কবার্তাটি শুক্রবার (২০ এপ্রিল) প্রার্থীদের বরাবর পাঠানো হয়।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান বলেন, ‘একের পর এক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর তদন্ত করে প্রমাণের ভিত্তিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. হাসান উদ্দিন সরকার, জাসদের মো. রাশেদুল হাসান রানা ও স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা এসএম সানাউল্লাহকে সতর্কীকরণ চিঠি দেওয়া হয়েছে। আবারো আচরণবিধি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার দাবি করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। শনিবার (২১ এপ্রিল) দুপুরে ছয়দানা এলাকায় নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘বাসায় সারা দিন এলাকার মানুষ যাতায়াত করে। বাইরে বের হলে যেখানেই দাঁড়াই, সেখানেই লোকজন জড়ো হয়। কোথাও অনিচ্ছাকৃত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলে আমাকে অবহিত করবেন।’

এদিন বেলা ১১টায় বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। ভবিষ্যৎ নির্বাচনী কার্যক্রম পরিচালনার ব্যাপারে তাদের পরামর্শ গ্রহণ করেন তিনি। এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ ও এক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

সোনালীনিউজ/এমটিআই