বগুড়া থেকে ঢাকা ট্রেন চালুর দাবিতে অবস্থান ধর্মঘট

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০১৮, ০৩:৩৯ পিএম

বগুড়া : বগুড়া থেকে ঢাকা পর্যন্ত ২টি ট্রেন ঈদের আগেই চালু করাসহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সিরাজগঞ্জ পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ শুরু করার দাবিতে শনিবার (১৯ মে) বগুড়া রেল স্টেশনে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির উদ্যোগে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে।

সংগঠনের জেলা সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক সেলিম রেজা সানু, সাংগঠনিক সম্পাদক আ. লতিফ, বগুড়া রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি বেঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম আনোয়ার, সুজন জেলা সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাইদুল ইসলাম, শিল্পী আক্তার, আইভি আক্তার নুপুর, মেহেদী হাসান, জয়নাল আবেদীন, শান্তু, শফিকুর, সাজেদুর রহমান মোহন, মুহাম্মাদ আবু মুসা, আব্দুল ওয়াদুদ, কামরুল ইসলাম, আ. সাত্তার, সাজেদুর রহমান সবুজ, আনিসুর রহমান, হোসনে আরা, ইউনুস আলী, সাইদুর রহমান সাজু, ফজলুল হক বাবলু, আ. সালামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

বক্তাগণ অবিলম্বে ২টি ট্রেন ঈদের আগেই চালু করাসহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সিরাজগঞ্জ পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ শুরু করার জোর দাবি জানান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর