বিরোধের জেরে হত্যা, ৪ আসামির যাবজ্জীবন

  • নেত্রকোণা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০১৮, ০৪:৫৭ পিএম
প্রতীকী ছবি

নেত্রকোণা: পূর্ব বিরোধের জেরে রুবেল মিয়া নামে একব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাভোগ করতে হবে।

বুধবার (২৩ মে) নেএকোনা জেলা ও দায়রা জজ আদালতের কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো- কেন্দুয়া উপজেলার উলুয়াটি গ্রামের স্বপন মিয়া (২২), এরশাদ মিয়া (২৮), রাজধর মিয়া (৩৫) ও জুয়েল (২৭)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, উলুয়াটি গ্রামের হাসেম উদ্দিনের ছেলে রুবেলের সঙ্গে স্বপনের মিয়ার বিরোধ ছিল। এর জেরে ২০১৫ সালের ৬ অগাস্ট বিকালে কাজের কথা বলে রুবেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান স্বপন। এরপর থেকে রুবেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন বিকালে বাড়ির পাশ থেকে রুবেলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনদিন পর স্বপন মিয়াকে আসামি করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা করেন রুবেলের বাবা।

তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ জানুয়ারি স্বপনসহ আরো তিনজনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

সোনালীনিউজ/এমএইচএম