আ. লীগ নেতার ইটভাটাকে লাখ টাকা জরিমানা

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০১৮, ০৮:৫৮ পিএম
ফাইল ফটো

ঝালকাঠি: জেলার নলছিটিতে এক আওয়ামী লীগ নেতার ইটভাটায় লাইসেন্স নবায়ন না করায় একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ মে) বেলা ১১টায়  ‘মেসার্স অ্যাংকর ব্রিকস’ নামের ওই ইটভাটা পরিদর্শনে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহরাব হোসেন বাবুল মৃধার মালিকানাধীন ইটভাটা মেসার্স অ্যাংকর ব্রিকস ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে যায়। এসময় ইটভাটার লাইসেন্স নবায়ন না থাকায় মালিককে ইটভাটা প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে লাইসেন্স নবায়নের প্রতিশ্রুতি দেয় ইটভাটা কর্তৃপক্ষ।

সোনালীনিউজ/এমএইচএম