স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলে গৃহবধূর আত্মহত্যা

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৮, ০৪:৫২ পিএম
প্রতীকী ছবি

পিরোজপুর : জেলার মঠবাড়িয়ায় মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলার পর সুমা আক্তার (২০) নামে এক গৃহবধূ প্রথমে বিষপান ও পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সুমা উপজেলার হোতখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমা আক্তার ওই গ্রামের নান্টু মোল্লার মেয়ে এবং বান্ধবপাড়া গ্রামের মামুন মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, রোববার সকালে বাবার বাড়িতে থেকে সুমা আক্তার চট্টগ্রামে অবস্থানরত স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলেন। এর পরই প্রথমে বিষপান ও পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর