অটোরিকশায় ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, দগ্ধ হয়ে নিহত ৪

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৮, ০৪:১৩ পিএম

ঢাকা: কুমিল্লায় অটোরিকশায় যাচ্ছিলেন তারা। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে অটোরিকশার ওপর। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন অটোরিকশার চারজন। বিদ্যুতের তার যেন ‘জমদূত’ হয়ে এসে কেড়ে নিল চার প্রাণ।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মৌকারা ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (অপারেটর) মোহন মিয়া জানান, সকালে কুমিল্লা থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নাঙ্গলকোট উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় বাগমারা এলাকায় পৌঁছালে কুমিল্লা-লাকসাম আঞ্চলিক সড়কের পাশে পল্লীবিদ্যুতের ১১ কেভি লাইনের একটি তার ছিঁড়ে অটোরিকশার ওপর পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী মারা যান।

নিহতরা হলেন- উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত. হাবিব উল্লাহর ছেলে মাওলানা আবু তাহের (৬০) তার ছেলে আবু বায়োজিদ (৩০), মেয়ে ফাহিমা আক্তার এবং অটোরিকশারচালক সারোয়ার (৩৫)।

আহতরা হলেন- মরিয়ম আক্তার (২২) ও শিশু আলামিন (২)। মরদেহগুলো উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে যাওয়া হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন