শেরপুরে সাত জুয়াড়ি গ্রেপ্তার

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৩:১৬ পিএম
প্রতীকী ছবি

বগুড়া : জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের খোর্দ বগুড়া গ্রামের একটি বাড়ি থেকে রোববার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে তাস দিয়ে জুয়া খেলার সময় পুলিশ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের খোর্দ বগুড়া গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে বাড়ির মালিক জয়নাল আবেদীন (৫০), শটিবাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে বাবুল হাসান (২৮), মৃত মালেক আকন্দের ছেলে হায়দার আলী (৩৮), ইটালী গ্রামের জামালের ছেলে ওমর আলী (৩০), সাহেব আলীর ছেলে ইউসুফ আলী (২৫), ঘোগা গ্রামের মৃত খাদেম আলীর ছেলে আব্দুল হান্নান (৪০) ও মির্জাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের গোলাম সারওয়ারের ছেলে শওকত আলী (২৫)।

শেরপুর থানার এসআই ওসমান গণি জানান, অভিযানকালে তাদের নিকট থেকে তিন প্যাকেট তাস, নগদ ৭ হাজার ৪৫০ টাকা, সিগারেট ও ম্যাচ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪/৬ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর