বিজয়া দশমীতে সিদুঁর খেলায় মেতে উঠল নারীরা

  • নাহিদ আল মালেক, বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৮, ০৮:১৯ পিএম
ছবি: সোনালীনিউজ

বগুড়া : পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার শেষ দিনে বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বির্সজনের পূর্বে শুক্রবার (১৯ অক্টোবর) বিকালে বগুড়ায় বিভিন্ন পূজামন্ডপে সিদুঁর খেলায় মেতে উঠে নারীরা। সনাতন বিশ্বাস মতে, পাঁচ দিন মর্ত্যে অবস্থান করার পর বিজয়া দশমীতে দেবী দুর্গা কৈলাস গমন করেন। এদিকে বিজয়া দশমীর দিনে শুক্রবার দুপুরে দর্পণ বির্সজনের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।

বগুড়া জেলার ৬৭১টি পূজামন্ডপে এবার শান্তিপুর্ণভাবেই সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এ বছর দেবী দুর্গা ঘোড়ায় আগমন ও দোলায় প্রস্থান করছেন বলে সনাতন বিশ্বাস।

শুক্রবার বিকালে বগুড়ার শেরপুর শহরের শিশুপার্কে পুবালী সংঘের পূজামন্ডপে গিয়ে বিবাহিত সনাতন ধর্মাবলম্বী নারীদের একে অপরের মুখে সিদুঁর লাগাতে দেখা গেছে। এ খেলার মাধ্যমে তারা দেবীর নিকট থেকে আর্শীবাদ নিয়ে স্বামীর মঙ্গল কামনা করেন।

এরপরই পূজামন্ডপগুলো থেকে প্রতিমা নিয়ে যাওয়া হয় করতোয়া নদীর ঘাটে বিসর্জন দেবার জন্য।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু জানান, এবার উৎসবমুখর পরিবেশে শেরপুর পৌর শহরে ৩৪টি সহ উপজেলায় সর্বমোট ৮৪টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মধ্যরাতের মধ্যেই সকল প্রতিমা বিসর্জন দেয়া হবে বলে তিনি জানান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর