অজ্ঞান করে সর্বস্ব লুট, তিনজন হাসপাতালে ভর্তি

  • শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৮, ০৬:৫৯ পিএম

বাগেরহাট : জেলার শরণখোলায় একটি পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে জাবেদ হোসেন নামের একজন জেডিসি পরীক্ষার্থী রয়েছে।

পরিবারের তিনজনকে শনিবার (১০ নভেম্বর) সকালে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন, গৃহকর্তার স্ত্রী শিল্পী আক্তার (৪০), মেয়ে কারিমা (১০) ও ছেলে জাবেদ (১৪)। শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামে।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার দক্ষিন বাধাল গ্রামের বাসিন্দা কবির হোসেনের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। ঘুম থেকে কেউ না উঠলে হয় তাদের সন্দেহ হয়। পরে অসুস্থ অবস্থায় তিনজনকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করেন। দুর্বৃত্তরা ওই বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর