নোয়াখালীতে মোবাইল ফোন বিস্ফোরণ, আহত ১

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৯, ০৬:১৮ পিএম

নোয়াখালী : জেলার সেনবাগ পৌর শহরে মোবাইল ফোন বিস্ফোরণে মো. ওবায়দুল হক চৌধুরী (৫০) নামের এক ব্যক্তি দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। ওবায়দুল হকের বাড়ি উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের। সে ওই গ্রামের গনেশা বাড়ির নাবালক মিয়ার ছেলে। ওই ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে সেনবাগ পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের অজু খানায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে ওবায়দুল হক চৌধুরী যোহরের নামাজ আদায় করার জন্য সেনবাগ কেন্দ্রেীয় জামে মসজিদের অজুখানায় অজু করার সময় তার প্যান্টের পকেটে থাকা মোবাইল হঠাৎ গরম হয়ে ওঠে। এ সময় তিনি দ্রুত মোবাবইল ফোনটি প্যান্টের পকেট থেকে বের করার চেষ্টা করলে আকস্মিকভাবে ফোনটির বিস্ফোরণ ঘটে। এতে তার পায়ের রান ও দুই হাত ঝলসে যায় প্যান্টটি পুড়ে যায়। এ সময় মুসল্লিরা তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করান। ওই মোবাইল ফোনটি চায়নার লাভা কম্পানির তৈরি ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর