সৌদি আরবে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৯, ২০১৯, ০২:৫৮ পিএম
নিহত মো. মানিক

নোয়াখালী : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মো. মানিক (৫০) নামে বাংলাদেশি এক রেমিট্যান্স যোদ্ধা মারা গেছে। সৌদির স্থানীয় সময় সোমবার (১৮ মার্চ) বিকাল ৩টার সময় তিনি স্ট্রোক করেন। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মো. মানিকের বাড়ি সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত ছায়েদুল হকের ছেলে। তার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। এর মধ্যে বড় ছেলে তার সঙ্গে সৌদি আরবে কর্মরত রয়েছে।

সেনবাগের অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী ও সমাজসেবক মির্জা সোলেমান পরিবারের সদস্যদের বরাত দিয়ে মঙ্গলবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় সময় বিকাল ৩টার সময় মানিক স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। এ সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছলে শুরু হয় পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। লাশ বর্তমানে হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর