মাছ ভেবে ছোট ভাইকে টেঁটা মারল বড় ভাই, অতঃপর...

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৯, ০৩:২২ পিএম

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বড় ভাইয়ের ছোড়া টেঁটায় বিদ্ধ হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র অরিয়ান (১৩) মাছ শিকারের জন্য সোমবার দুপুরে টেঁটা নিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে অবস্থান করছিল। এমন সময় তার ছোট ভাই দেওলভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আরাফাত (৮) পুকুরের অপর প্রান্ত থেকে ডুব দিয়ে কচুরিপানার নিচে এসে কচুরিপানা নাড়া দেয়। বড় ভাই মাছ ভেবে টেঁটা ছুড়ে মারলে ছোট ভাই আরাফাতের বুকে গিয়ে টেঁটা বিদ্ধ হয়।

এ সময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার প্রেরণ করেন। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, নিহত শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আরিয়ান ও আরাফাত দেউলভোগ গ্রামের আপতু মোড়লের ছেলে।

সোনালীনিউজ/এমটিআই