ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৩, ২০১৯, ০৬:০১ পিএম

ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় স্কুলছাত্র মাহবুবুর রহমান মারুফ (১০) হত্যা মমালার রায়ে রাকিবুল নামে একজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদন্ড-প্রাপ্ত রাকিবুল উপজেলার পাইক শিমুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এছাড়াও একই মামলায় অপর দুই আসামি রাকিবুলের বাবা আব্দুর রাজ্জাক ও ভাই রেজাউল করিমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সোমবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মোঃ হেলাল উদ্দিন এ রায় ঘোষনা করেন। এ সময় আসামীরা আদালতে উপস্থিতি ছিলেন।

মামলার বিবরনে জানা যায়, ২০১৩ সালের ১৯ অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র মাহবুবুর রহমান মারুফ তার মাকে নুডুলস খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ফিসারীতে প্লাস্টিকের বস্তাবন্ধী অবস্থায় মারুফের গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ এ হত্যা মামলার চার্জশীট আদালতে জমা দেয়। দীর্ঘদিন শুনানী শেষে আজ এ রায় ঘোষনা করেন আদালত।

সোনালীনিউজ/এমটিআই