শেখ হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৯:৫২ এএম

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই সেল) ও জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)-এ গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই শুনানি নেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ হিসেবে আজকের দিন নির্ধারণ করে আদালত। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ আসামিদের ট্রাইব্যুনালে উপস্থিত করা হতে পারে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

এই মামলায় গ্রেফতার হওয়া ১০ সেনা কর্মকর্তা বর্তমানে রাষ্ট্র ঘোষিত বিশেষ কারাগারে (ঢাকা ক্যান্টনমেন্ট) আটক আছেন। তারা হলেন—
কর্নেল এ কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, লে. কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম এবং লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

গত ২২ অক্টোবর গুম ও হত্যার অভিযোগ সংশ্লিষ্ট আরেক মামলার তিন আসামির সঙ্গে এ ১০ কর্মকর্তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

৮ অক্টোবর শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ মোট ২৮ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

টিএফআই সেলে গুমের অভিযোগে—শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি পৃথক অভিযোগ আনা হয়েছে। জেআইসি–তে গুমের অভিযোগে—শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে আরও পাঁচটি অভিযোগ রয়েছে।

দুটি মামলাতেই একই দুই ব্যক্তির নাম থাকায় মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন। এর মধ্যে ১৩ জন ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন এবং বাকি ১৫ জন পলাতক বলে জানা গেছে।

এম