১১ এপ্রিল পর্যন্ত শেয়ারবাজার বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২, ২০২০, ০১:৫১ পিএম

ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে দেশের অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ন্যায় শেয়ারবাজারও বন্ধ বাড়ল ৭দিন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সরকার এবার ৭দিন সাধারন ছুটি বাড়িয়ে ৫ই এপ্রিল থেকে ১১ই এপ্রিল পর্যন্ত করেছে। সরকারের এই সিদ্ধান্তের সাথে সংগতি রেখে ডিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে৷

এর আগে গত ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। একইসঙ্গে শেয়ারবাজার বন্ধ ঘোষণা করে ডিএসই।

সোনালীনিউজ/টিআই