ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় লেনদেন ২১০ কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২০, ১২:১৩ পিএম

ঢাকা : সপ্তাহের শেষ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে ২১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৮৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১.৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১২৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোনালীনিউজ/এএস