রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন ১০টা-১টা

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০২:৪৯ পিএম
ফাইল ছবি

ঢাকা: টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে সীমিত পরিসরের লেনদেন শুরু হতে যাচ্ছে দেশের উভয় শেয়ারবাজারে। করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে ওই দিন থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকে লেনদেনের সময় কমায় শেয়ারবাজারেও কমবে লেনদেনের সময়।

ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২০ জুলাই (মঙ্গলবার) থেকে ৩ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত ঈদুল আজহার উপলক্ষে শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিলো। সাথে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন ছিলো। সব মিলিয়ে পাঁচদিন বন্ধের পর রোববার (২৫ জুলাই) থেকে শেয়ারবাজারে সীমিত পরিসরে লেনদেন শুরু হতে যাচ্ছে।

নির্দেশনা অনুযায়ি, ওই সময়ে শেয়ারবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এসময়ে লেনদেন শুরুর আগের ১৫ মিনিট অর্থাৎ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত থাকবে প্রি-ওপেনিং সেশন। অন্যদিকে লেনদেন শেষ হওয়ার পরবর্তী ১৫ মিনিট অর্থাৎ বেলা ১টা থেকে বেলা ১ টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন।

সোনালীনিউজ/এমএইচ