ই-জিপি চুক্তি নবায়ন করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৬, ০৫:১০ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক পরিচলিত জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) চুক্তি নবায়ন করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফারুক হোসেন সিপিটিইউ, আইএমই ডিভিশন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

এসময় অন্যান্যদের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক সিপিটিইউ, আইএমইডি আজিজ তাহের খান, বিভাগীয় প্রধান, মার্কেটিং, ডেভেলপমেন্ট এন্ড পাবলিক রিলেশনস্ ডিভিশন আজম খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এফএভিপি, আইসিটি ডিভিশন মো. আহসানুল হক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন