ঢাকা: ঢাকাস্থ ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদানের সঙ্গে সাক্ষাৎ করে নিপীড়িত ফিলিস্তিনবাসীর জন্য অর্থ সহায়তা প্রদান করেছেন হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
মঙ্গলবার (৬ মে) সকালে ঢাকার বারিধারায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
হামদর্দ পরিবারের সদস্যদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ এবং শরবত রুহ আফজার বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ ফিলিস্তিনের জনগণের জন্য প্রদান করা হয়।
এ সময় ফিলিস্তিনের প্রতি হামদর্দের সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রতিষ্ঠানের এমডি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। ফিলিস্তিনের রাষ্ট্রদূতও উপহার পেয়ে হামদর্দ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান।
[248833]
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দের সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন এবং পরিচালক বিপণন (অ.দা.) অধ্যাপক হাকিম কামরুন নাহার হারুন, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ অবসরপ্রাপ্ত ব্রি.জে. মাহবুব আনোয়ার, উপ-পরিচালক প্রশাসন ও পরিচালক লিগ্যাল এ্যান্ড প্রটোকল (অ.দা.) মো. মিজানুর রহমান, উপ-ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আজিজ মাসুম।
উল্লেখ্য, অব্যাহতভাবে সমর্থনের অংশ হিসেবে বাংলাদেশ থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রিপ্রাপ্ত ৭ জন ফিলিস্তিনি চিকিৎসককে চাকরি দিচ্ছে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ।
এআর