রেনাটার প্রেফারেন্স শেয়ারের লেনদেন শুরু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৩:২৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এটিবি প্লাটফর্মে রেনাটার প্রেফারেন্স শেয়ারের লেনদেন শুরু হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রেফারেন্স শেয়ারটির ট্রেডিং কোড "RENATAPS" এবং ডিএসই কোম্পানি কোড নং-৪৭০০১। এটির ইস্যু প্রাইসের উপর সার্কিট ব্রেকার ৫%।

৬ বছর মেয়াদি শেয়ারটির ইস্যু দর ১৯০০ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। শেয়ারটিতে বিনিয়োগের পরিমাণের উপর লভ্যাংশের হার ১৫ শতাংশ।

এটির বৈশিষ্ট হচ্ছে- নন-কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ ও ফুল্লি কনভার্টেবল। এক্ষেত্রে ৩বছর পর সাধারন শেয়ারে কনভার্ট বা রূপান্তর শুরু হবে।

পিএস