আইপিও’র অর্থ বিনিয়োগে সময় বাড়ানোর আবেদন গ্লোবাল ইসলামী ব্যাংকের

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৪:৪৬ পিএম

ঢাকা : দেশের পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) থেকে সংগৃহীত অর্থ এসএমই খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। 

এছাড়াও ব্যাংক কর্তৃপক্ষ আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যয়ের জন্য সময়সীমা বাড়ানোর আবেদন করেছে। তারা আগামী ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি চায়।

বুধবার (৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আইপিওর অবশিষ্ট অর্থ ব্যবহার করার সময়সীমা ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে, যা অতিরিক্ত ২৪ মাস সময়।

এছাড়াও ‘আনুমানিক আইপিও ব্যয়’ শিরোনামে অবশিষ্ট ৩১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা এসএমই বিনিয়োগ শিরোনামে স্থানান্তর করার প্রস্তাব রয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ৪২৫ কোটি টাকা সংগ্রহ করেছে। সংগৃহীত অর্থ দিয়ে ব্যাংকটি এসএমই, সরকারি সিকিউরিটিজ এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করবে এবং আইপিওর ব্যয় নির্বাহ করবে বলে জানায়।

এএইচ/পএস