বড় সংকটে জীবন বীমা খাতে সাত কোম্পানির কাছে গ্রাহকের পাওনা ৩ হাজার ৫৭৫ কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০১:১৪ পিএম
ফাইল ছবি

ঢাকা: জীবন বীমা খাতে গ্রাহকদের দাবির টাকা পরিশোধে বড় ধরনের গাফিলতি ও সংকট দেখা দিয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫,৯৮৬ কোটি ৪৮ লাখ টাকার বীমা দাবি উত্থাপিত হয়েছে। এর মধ্যে জীবন বীমা কোম্পানিগুলো মাত্র ২,১০৫ কোটি ৯০ লাখ টাকা পরিশোধ করেছে, বাকি ৩,৮৮০ কোটি ৫৮ লাখ টাকা এখনও বকেয়া আছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এক প্রতিবেদনে এই তথ‌্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ৭টি কোম্পানি বকেয়া দাবির জন্য দায়ী। এগুলো হল— ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিভ লাইফ, সানফ্লাওয়ার লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ ও বায়রা লাইফ। এই সাত কোম্পানির কাছে মোট বকেয়া দাবির পরিমাণ ৩,৫৭৫ কোটি ৩৩ লাখ টাকা, যা পুরো খাতের বকেয়া দাবির প্রায় ৯০ শতাংশ।

বিপর্যয়ের শীর্ষে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, যেখানে ২,৮১৫ কোটি টাকার দাবির মাত্র ৩৪ কোটি ৯৫ লাখ টাকা পরিশোধ হয়েছে। অর্থাৎ ২,৭৮০ কোটি ৫ লাখ টাকার মতো দাবি এখনো বকেয়া রয়েছে। 

অন্য কোম্পানিগুলোর বকেয়া অবস্থাও একই, যেমন পদ্মা ইসলামী লাইফ ২৫৫ কোটি ২৯ লাখ, প্রোগ্রেসিভ লাইফ ১৫৩ কোটি ৩৮ লাখ এবং সানফ্লাওয়ার লাইফ ১৯০ কোটি ৫৮ লাখ টাকার দাবির টাকা পরিশোধ করেনি।

এএইচ/পিএস