চাকরি পুনর্বহালের দাবিতে আল-আরাফাহ্ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৫:১৫ পিএম

ঢাকা: চাকরি পুনর্বহালের দাবিতে মানবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা।

সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। 

এ সময় ব্যানার, বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে অবস্থান নেন। কর্মসূচি থেকে অবিলম্বে চাকরি ফেরত দেওয়ার দাবি জানান চাকরিচ্যুত কর্মকর্তারা।

[253563]

কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, কোনো নোটিশ ছাড়াই গত সপ্তাহে ৫৪৭ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। এর ফলে সকাল থেকে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায় বলে জানান আন্দোলনকারীরা।

তারা জানায়, কি কারণে, শ্রম আইনের কোন ধারায়, ব্যাংকের কোন শর্ত লঙ্ঘনের কারণে ছাটাই করা হয়েছে তার কোন উল্লেখ উক্ত চিঠিতে উল্লেখ করা নেই। 

চিঠি পেয়ে কর্মকর্তারা কিংকর্তব্য বিমুখ হয়ে যান।গত এক সপ্তাহ ধরে কর্মকর্তারা বিভিন্নভাবে তাদের অপরাধের কথা জানতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। ব্যাংকের কোন কর্মকর্তা ছাটাইয়ের বিষয়টি নিয়ে মুখ খোলেননি। বাধ্য হয়ে ছাটাইকৃত ৫৫৪ জন কর্মকর্তা আন্দোলন করতেছে।

এআর