বাধ্যতামূলক অবসরে এনবিআরের আরও এক কর্মকর্তা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৪:৫৪ পিএম

ঢাকা:  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনের মুখে অনেক কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়। এবার সংস্থাটির কর অঞ্চল- ২, ঢাকার কর পরিদর্শক (গ্রেড-১০) লোকমান আহমেদকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

রোববার (৩ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ায় লোকমান আহমেদকে অবসরে পাঠানো হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী সব অবসর সুবিধা পাবেন।

[253907]
 
এনবিআর সূত্র জানায়, সাম্প্রতিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন লোকমান আহমেদ। এই আন্দোলনে যুক্ত একাধিক কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১২ মে সরকার এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতিমালা বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের ঘোষণা দেয়। এরপর থেকেই কর্মকর্তারা আন্দোলন করে আসছিলেন। গত ২৮ ও ২৯ জুন এনবিআর রিফর্ম ইউনিটি কাউন্সিলের ডাকা কর্মসূচির কারণে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগে কার্যত অচলাবস্থা তৈরি হয়। রাজস্ব আদায় কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। 

এআর