বসুন্ধরা শপিং মলে যাত্রা শুরু করল রোব বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১২:২১ পিএম
ছবি: সোনালীনিউজ

ঢাকা: রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে দেশের স্বনামধন্য এক্সক্লুসিভ মেন্স ক্লথিং ব্র্যান্ড “রোব বাংলাদেশ”-এর পঞ্চম শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশ টেলিভিশনের তরুণ ক্বারি আজিজ আল কায়সার। সঞ্চালনা করেন জনপ্রিয় ইসলামিক সংগীত শিল্পী ও রোব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ তারেক।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ইসলামিক সংগীত জগতের সুর সম্রাট শিল্পী মশিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ্জী চ্যারিটেবল-এর মহাপরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, কলরব শিল্পীগোষ্ঠীর জনপ্রিয় সংগীত শিল্পী ও রোব বাংলাদেশের সিইও ইকবাল মাহমুদ, শিল্পী তাওহীদ জামিল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল হাসিম রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোব বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল মানিক, মহাসাগর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম করিম, ডিএমডি এমামুল ইহসান রোমেল এবং আরও অনেকে।

উদ্বোধন উপলক্ষে শোরুমে ২০% বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করা হয়, যা ক্রেতা ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বিভিন্ন এলাকা থেকে আগত শুভাকাঙ্ক্ষী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত।

রোব বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, উচ্চমানের কাপড়, নান্দনিক ডিজাইন ও সুলভ মূল্যে দেশীয় ফ্যাশনকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

পিএস